বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ নভেম্বর ২০২৪ ২২ : ১০Sampurna Chakraborty
বেঙ্গালুরু - ২ (সুনীল-পেনাল্টি, ওজিয়ার-আত্মঘাতী)
মহমেডান - ১ (মাঞ্জোকি)
আজকাল ওয়েবডেস্ক: ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে মহমেডান। ঘরের মাঠে প্রথম জয়ের প্রহর গোনা শুরু। এমন সময় সুনীল ম্যাজিক। এলেন, দেখলেন, জয় করলেন। বেঙ্গালুরুকে জেতালেন কলকাতার জামাই। দুটো গোলের পেছনেই সুনীল। বুধবার কিশোর ভারতীতে বেঙ্গালুরু এফসির কাছে ২-১ গোল হার মহমেডানের। আইএসএলে আগেই ওগবেচেকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। বুধবার রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে নিজের ৬৫ তম গোল তুলে নিলেন 'ভিনটেজ' সুনীল ছেত্রী। ৬৬তম গোলও হতেই পারত। কিন্তু ম্যাচের অন্তিমলগ্নে ফানাইয়ের ক্রস থেকে সুনীলের হেড ওজিয়ারের গায়ে লেগে গোলে যায়। তাই আত্মঘাতী গোল দেওয়া হয়।
রাতারাতি হিরো থেকে ভিলেন বনে গেলেন মাঞ্জোকি। বক্সের মধ্যে তাঁর করা ফাউলের জন্যই পেনাল্টি পায় বেঙ্গালুরু। ম্যাচে সমতা ফেরান সুনীল। বছরের পর বছর একই দিকে পেনাল্টি মারেন। এদিনও মারলেন। কিন্তু নাগাল পায়নি সাদা কালোর কিপার ভাস্কর রায়। ম্যাচের একেবারে শেষ মিনিটে ২-২। ৯০+৯ মিনিটে বক্সের মধ্যে সুনীলকে লক্ষ্য করে বল তোলেন ফানাই। প্রাক্তন ভারত অধিনায়কের হেড ওজিয়ারের গায়ে লেগে গোলে যায়। প্রথমার্ধের শেষদিকে ফরাসি ডিফেন্ডারের মাথা ফেটে গেলেও রক্ষণে ভরসা দেন। কিন্তু শেষরক্ষা হয়নি। এদিন প্রথম গোল হজম করার পর ঝাঁপি ফেলে দিতে পারতেন চের্নিশভ। কিন্তু ঘরের মাঠে এক পয়েন্টে সন্তুষ্ট না থেকে তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপায় মহমেডান। শেষমেষ খালি হাতেই মাঠ ছাড়তে হল। কলকাতার দলের জন্য খারাপ লাগতে বাধ্য। ৯ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগানকে টপকে আবার এক নম্বরে বেঙ্গালুরু। অন্যদিকে ৮ ম্যাচে ৫ পয়েন্টেই আটকে থাকল মহমেডান।
ম্যাচের ৮ মিনিটে মহমেডানকে এগিয়ে দেন সিজার মাঞ্জোকি। কাসিমভের কর্নার থেকে বুলেটের গতিতে নিখুঁত হেড। আইএসএলে প্রথম গোল আফ্রিকান ফুটবলারের। এদিন অ্যালেক্সিস গোমেজের বদলে মাঞ্জোকিকে প্রথম একাদশে রাখেন আন্দ্রে চের্নিশভ। তার ফল মেলে। তার আগেও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মহমেডানের সামনে। কিন্তু গোলে রাখতে পারেননি ফ্র্যাঙ্কা। হারের হ্যাটট্রিকের পর ন'জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এক পয়েন্ট সংগ্রহ করে সাদা কালো ব্রিগেড। কিন্তু ছন্নছাড়া ফুটবল খেলেছিল চের্নিশভের দল। কিন্তু বুধ সন্ধেয় সম্পূর্ণ ভিন্ন মহমেডান। ৪-৩-৩ ফরমেশনে দল সাজান চের্নিশভ। শক্তিশালী বেঙ্গালুরুর বিরুদ্ধে দারুণ শুরু করে কলকাতার প্রধান। মাঝমাঠের লড়াইয়ে বেঙ্গালুরুকে টেক্কা দেয়। প্রথম ৩০ মিনিট আধিপত্য ছিল সাদা কালোর। ১৮ গজের বক্সে প্রবেশ করতেই পারেনি পেরেরা ডিয়াজ, অ্যালবার্তো নোগুয়েরা। বার দুয়েক বাইরে থেকে দূরপাল্লার শট মারেন ডিয়াজ। কিন্তু মহমেডান রক্ষণকে পরাস্ত করতে পারেনি। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি পেতে পারত বেঙ্গালুরু। উইলিয়ামসের শট বক্সের মধ্যে আদিঙ্গার হাতে লাগে। দেখে মনে হয় হাত শরীরের বাইরে ছিল। কিন্তু পেনাল্টি দেননি রেফারি ক্রিস্টাল জন। বিরতিতে ১-০ গোল এগিয়ে ছিল মহমেডান।
দ্বিতীয়ার্ধ ঘটনাবহুল। এদিন ডানদিক থেকে ভয়ঙ্কর দেখায় রেমসাঙ্গাকে। মহমেডানের বেশিরভাগ আক্রমণ ডান প্রান্ত ধরেই হচ্ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ বাড়ায় কলকাতার প্রধান। ম্যাচের ৪৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে দেন ফ্র্যাঙ্কা। সামনে একা গুরপ্রীতকে পেয়েও ব্রাজিলীয়র বাঁ পায়ের শট বাইরে যায়। ম্যাচের ৫৩ মিনিটে সুনীল ছেত্রীকে নামান বেঙ্গালুরু কোচ। এটাই টানিং পয়েন্ট। তারপর থেকে খেলা ঝুঁকে যায় বেঙ্গালুরুর দিকে। বুড়ো হাড়ে ভেলকি দেখান সুনীল। কিন্তু গোলের নীচে অনবদ্য ছিলেন ভাস্কর রায়। তিনটে নিশ্চিত গোল বাঁচান মহমেডান কিপার। পরপর রাহুল বেকে, উইলিয়ামস, পেরেরা ডিয়াজের নিশ্চিত গোল রুখে দেন। একটা সময় সাঁড়াশি আক্রমণ চালায় বেঙ্গালুরু। মারাত্মক চাপ সৃষ্টি করে সাদা কালোর রক্ষণে। মাঞ্জোকির ভুলে সমতা ফেরায় বেঙ্গালুরু। ম্যাচের ৮০ মিনিটে বক্সের মধ্যে পেদ্রো কাপোর কোমর ধরে ফেলে দেন মাঞ্জোকি। পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সুনীল ছেত্রী। আইএসএলে নিজের ৬৫ তম গোল তুলে নেন স্টার ফুটবলার।
দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় বেঙ্গালুরুর দাপট থাকলেও, গোলের সুযোগ পায় মহমেডানও। ম্যাচের ৬১ মিনিটে রেমসাঙ্গার শট রুখে দেন চিংলেনসানা। ম্যাচের ৭৬ মিনিটে অ্যালেক্সিসের শট বাঁচান গুরপ্রীত। এক মিনিটের মধ্যে আবার আর্জেন্টাইন তারকার জোরাল শট ফিস্ট করেন বেঙ্গালুরু কিপার। ম্যাচের ৮৬ মিনিটে রেমসাঙ্গার ক্রস থেকে মাঞ্জোকির হেড পোস্টে লাগে। ফুটবল দেবতা এদিন মহমেডানের পক্ষে ছিল না। বরং, খালি হাতে ফিরতে দেননি শহরের জামাইকে। আইএসএলে কলকাতার তিন প্রধানকেই হারাল বেঙ্গালুরু।
ছবি: অভিষেক চক্রবর্তী
#Sunil Chhetri#Mohammedan Sporting#Bengaluru FC#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বছরের শুরুতে বিশ্বফুটবলে চমক, লিভারপুল ক্লাব কিনতে চান প্রখ্যাত ধনকুবের...
লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার ...
চ্যাম্পিয়ন্স ট্রফিই কি দুই মহাতারকার শেষ আইসিসি টুর্নামেন্ট?...
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট তারকা স্পিনারের...
নতুন বছরে প্র্যাকটিসের ধরন বদলাচ্ছেন, সাফল্যের চূড়ায় পৌঁছতে কী পদ্ধতি নিচ্ছেন নীরজ? ...
'পন্থের জায়গা কেড়ে নিয়েছে ও', ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই তারকাকেই দলে দেখছেন বাঙ্গার ...
বর্ডার-গাভাসকর ট্রফিতে দর্শক সংখ্যা দেখে চক্ষু চড়কগাছ দুই প্রাক্তন তারকার...
দল নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে, মুম্বইয়ের কাছে হারের পর বার্তা অস্কারের...
গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, সুয়ারেজের বুদ্ধিমত্তায় বাঁচল একটা জীবন ...
বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...
বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...
'১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা যায় না', সিডনিতে ভারতের হতশ্রী হার দেখে বলছেন সৌরভ...
'মানছি ভুল হয়েছে', বিজিটির পুরস্কার বিতরণে গাভাসকারকে না ডাকায় এবার ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া...
ভারতও বিজিটি হারল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক করা এই ভারতীয় ক্রিকেটার অবসর নিলেন একই দিনে...
'জাতীয় দলে জায়গা তো এমনিই হবে', বিজিটিতে হারের পর নির্বাচকদের একহাত নিলেন গাভাসকার...
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ভাঙল একশো বছরের পুরনো রেকর্ড, জেনে নিন ...